শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

হালদা নদীতে বিশেষ অভিযানে বালু উত্তোলনের ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস

মাহমুদ আল আজাদ হাটহাজারী (চট্টগ্রাম) :
  • আপডেট সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ ও ডলফিন রক্ষায় উপজেলা প্রশাসনের দিনব্যাপী বিশেষ অভিযানে ১০টি ইঞ্জিন চালিত অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত নৌকা ধ্বংস করে দিয়েছে। শনিবার(৫সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হালদা নদীর সাত্তার ঘাট হতে নয়াহাটের বিভিন্ন স্পটে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। এছাড়াও অবৈধ ১হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে ও জাফর নামের এক বোটের মালিককে ২০হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এ বিষয়ে ইউএনও রুহুল আমিন বলেন,হালদা নদীতে প্রশাসনের বিশেষ অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি অবৈধ ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে উক্ত নৌকাগুলো অকেজো করে ধ্বংস করে দেয়া হয়েছে যেন পূনরায় আর বালু উত্তোলনের কাজে ব্যবহার করতে না পারে। প্রশাসন দেশের সম্পদ হালদা রক্ষার্থে দিনরাত অভিযান পরিচালনা করেও তাদের থামানো যাচ্ছেনা।কোন না কোন কৌশলে বালু উত্তোলন,মাছ নিধনের জন্য অবৈধ জাল নদীতে বসাচ্ছে। তাই প্রশাসনের বিশেষ অভিযানে বালু উত্তোলনের নৌকাগুলো জব্দ করে ধ্বংস ও ১হাজার মিটার জাল জব্দ করা হয়।একদিনে সর্বোচ্চ সংখ্যক বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা অকেজো বা ব্যবহার অনুপযোগী করা হয় বলেও ইউএনও রুহুল আমিন জানান। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মচারী সহ আইডিএফ এর কর্মকর্তারা সহায়তা প্রদান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com