রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

সমিতির উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ উদ্বোধনের অপেক্ষায় সীতাকু- ডায়াবেটিস হসপিটাল

খায়রুল ইসলাম (চট্টগ্রাম) সীতাকুণ্ড
  • আপডেট সময় শনিবার, ১২ নভেম্বর, ২০২২

সীতাকুন্ড ডায়াবেটিক সমিতির উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদের যৌথসভা গত ৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় নগরীর খুলশী তাভা রেস্টুরেন্ট এন্ড লাউঞ্জে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. শাহরিয়ার আহমেদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ারুল হক এফসিএমএ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মাষ্টার আবুল কাশেম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মুহাম্মদ মুসলিম, চট্টগ্রাম জজ আদালতের সিনিয়র আইনজীবী এডভোকেট আবুল হাসান মোঃ শাহাবুদ্দিন। সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের নির্বাহী পরিচালক মোঃ গিয়াস উদ্দিন, ডাঃ নুরুল করিম রাশেদ, মোঃ ইউসুফ শাহ, এডিশনাল পিপি এডভোকেট ভবতোষ নাথ, ডাঃ তানজিল ফরহাদ, ননী গোপাল দেবনাথ, ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দৌজা, মোঃ শহীদ উল্যাহ মানিক, মোঃ জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার আহমদ নাসিমুল হুদা নওশাদ, অধ্যাপিকা দেলোয়ারা বেগম পারুল, প্রফেসর ডঃ মোঃ শফিউল আলম, ডঃ মনোয়ার হোসেন, ডাঃ মোঃ মাহমুদ হাসান শাহ, মোঃ মহিউদ্দিন, নুরুল বশর জিলানী ও মোঃ শাহজাহান প্রমুখ। সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন এবং ডায়াবেটিস হাসপাতাল ও ল্যাব চালুর বিষয়ে ২টি উপ-কমিটি গঠন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মাষ্টার আবুল কাশেম বলেন “মানুষ মানুষের জন্য” “জীবন জীবনের জন্য” মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য প্রত্যক সামর্থবান মানুষকে সামাজিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে সাধ্যমত কাজ করে যাওয়া উচিত। সামাজিক ও মানবিক দিকটি বিবেচনায় প্রতিষ্ঠা লাভ করে সীতাকু- হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট। সীতাকু-বাসীকে ভালো কিছু উপহার দিয়ে এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শীঘ্রই উদ্বোধন হচ্ছে ট্রাস্টের পরিচালনাধীন সীতাকু- ডায়াবেটিস হসপিটাল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com