বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

বরিশালে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

শামীম আহমেদ বরিশাল :
  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক নুরে আলম ভূঁইয়া তানু হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি জে.এম আমিনুল ইসলাম লিপন, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আউয়াল, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মামুন ভূইয়া ও সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদির অনুপস্থিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতৃবৃন্দ। রোববার (১৩) নভেম্বর সকাল ১১ টায় নগরীর অনামীলেন সড়ক থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নিজামুর রহমানের নেতেৃত্বে এক বিক্ষোভ মিছিল নগরীতে বেড় করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় আরো উপস্থিত ছিলেন বিপ্লব হাওলাদার, আজাদ বিশ্বাস, কামরুল ইসলাম সোহাগ, মাইনুল হাসান মাহিম, বায়জিদ, মিঠু, হাফিজ, শিমুল খান ও সুজন বেপারী প্রমুখ পরে তারা জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহন করে। পরে দলীয় কার্যলয়ের সম্মুখে জেলা স্বেচ্ছসেবক দলের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মালেকের সভাপতিত্বে ও আল-আমিনের সঞ্চলনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি এ্যাড. জাহিদুর রহমান পান্না,আনোয়ার হোসেন টিটু, যুগ্ম সম্পাদক নিজামুর রহমান নিজাম,মিজানুর রহমান বাপ্পি, কামরুল হাসান সোহাগ, সামসুল কবির ফরহাদ। পরে দলীয় কার্যলয় থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় করে। এই প্রথম দীর্ঘদিন পর বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে ছিল না কোন পুলিশ। অপরদিকে বিকালে একই কর্মসূচিতে বিএনপি দলীয় কার্যলয়ের সামনে মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জু, যুগ্ম সম্পাদক খান মোঃ আনোয়ার, তরিকুল জামান তারিক, যুগ্ম সম্পাদক মিল্টন, দপ্তর সম্পাদক আঃ রহিম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com