‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে শহরের ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে জামালপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামালপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ তারিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুর ডায়াবেটিস হাসপাতালের সিইও ডা. মো. মোশায়ের উল ইসলাম রতন, সাংবাদিক এমএ জলিল, মোস্তফা মনজু, এম সুলতান মাহমুদ, কাউছার আহমেদ প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস হাসপাতালে প্রতিদিন ২০০ থেকে ২৫০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং বছরে প্রায় ১০ হাজার রোগী এই ডায়াবেটিস হাসপাতাল থেকে চিকিৎসা নেয়। বক্তারা আরও বলেন, এই ডায়াবেটিস হাসপাতালে অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা সকল রোগ নির্ণয় করা হয় এবং স্বল্প খরচে রোগীদের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। ডায়াবেটিস সমস্যা দেখা দিলে আতঙ্ক না হয়ে হাসপাতালে গিয়ে রোগ নির্ণয় করে প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার আহবান জানান বক্তারা।