শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানীর ইন্তেকাল : প্রধান বিচারপতির শোক

বাসস:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

বাংলাদেশ সুপ্রিমকোর্ট আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। গতকাল সোমবার বেলা পৌনে একটায় তিনি ইন্তেকাল করেছেন বলে বাসস’কে জানান আপিল বিভাগের রেজিষ্ট্রার ও সুপ্রিমকোর্টের মূখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
বিচারপতি গোলাম রাব্বানীর মৃত্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। দীর্ঘদিন আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন সাবেক বিচারপতি গোলাম রাব্বানী। ১৯৯২ সাল থেকে তিনি বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে বিচারপতির দায়িত্ব থেকে অবসরে যান।
আইন পেশার পাশাপাশি লেখালেখিও করেছেন গোলাম রাব্বানী। আইনের ওপর বেশ কিছু বই লিখেছেন তিনি। তার লেখা বইয়ের মধ্যে সিপিসি অন্যতম, যা রেফারেন্স হিসেবে ব্যবহার হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com