বগুড়ায় দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া জিলা স্কুল মাঠে এই মেলার আয়োজন করে জেলা প্রশাসন। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। তিনি বলেন, সরকার প্রথম যখন দেশে ডিজিটাল ব্যবস্থার প্রচলন শুরু করে, তখন অনেকে বিদ্রুপ করেছেন। যারা সে সময় ডিজিটালের বিরোধীতা করতেন, তারাই এখন ডিজিটালি বিরোধীতা করছেন। যারা নবীন, শিক্ষার্থী তাদের হাতেই দেশের আগামী ভবিষ্যত। তাদের ডিজিটাল ক্ষেত্রে দক্ষ করে তোলার জন্য এই উদ্ভাবনী মেলার আয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এ ছাড়া অনুষ্ঠানে বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তাফীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্ভাবনী এ মেলায় চারটি প্যাভিলিয়নের ব্যবস্থা করেছেন আয়োজকরা।