বুধবার, ২৬ জুন ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন

সিলেটে ইজতেমা ময়দানে বরুনার পীর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

মঙ্গলবার রাত থেকে সিলেটের ট্রাক টার্মিনালের ইজতেমার ময়দানে বসে আছেন বরুনার পীর হযরত মাওলানা মুফতি রশীদুর রহমান ফারুক। পুলিশের তরফ থেকে ইজতেমা পেছানোর নির্দেশনা পাওয়ার পর তিনি দু’দিনের পরিবর্তে চারদিনের ইজতেমার ঘোষণা দিয়ে মাঠে বসে আছেন। তার সঙ্গে অনুসারীরা মাঠ দখল করে বসে রয়েছেন। আঞ্জুমানে হেফাজতে ইসলামের ৭৭ বছর পূর্তি উপলক্ষে সিলেটে বৃহস্পতি ও শুক্রবার দু’দিনের ইজতেমার আয়োজন করেন সংগঠনের সভাপতি প্রখ্যাত আলেম মুফতি রশীদুর রহমান ফারুক। বিএনপি’র সিলেট বিভাগীয় সমাবেশ ১৯শে নভেম্বর হওয়ার কারণে মঙ্গলবার রাতে ইজতেমা পেছানোর নির্দেশনা দেয় পুলিশ। আর এ নির্দেশনার পর থেকে ইজতেমা মাঠে বসে আছেন বরুনীর পীর। সঙ্গে তার অনুসারীরা। রাতে তিনি ঘোষণা দিয়েছেন- মঙ্গলবার রাত থেকেই চারদিনের ইজতেমা শুরু করা হলো। সব আয়োজন শেষ হওয়ার কারণে ইজতেমা পেছানোর কোনো সুযোগ নেই। তবে- বরুনার পীরের এই ঘোষণায় পুলিশের পক্ষ থেকে পরবর্তী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ ব্যাপারে উর্ধ্বতনদের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সিলেটের কর্মকর্তারা।সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সুদ্বীপ দাশ জানিয়েছেন- পুলিশের তরফ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি বহাল রয়েছে। এ নিয়ে এখনো পরবর্তী নির্দেশনা আসেনি। এদিকে- বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশের আগে সিলেটের এই আয়োজন নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের তরফ থেকে শঙ্কা থাকার কারণে ইজতেমা পেছানোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com