নেত্রকোণা জেলা আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে আরো বেশী সু-সংগঠিত ও শক্তিশালী করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে সুদৃঢ় এবং বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে ক্ষুধা, দারিদ্রমুক্ত, সুখী এবং সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে চান, বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক ভজন চন্দ্র সরকার। জাতীয় সম্মেলনকে সামনে রেখে ঝিমিয়ে পড়া দলকে আরো বেশী সু-সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে দেশ ব্যাপী আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৯ নভেম্বর নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন চন্দ্র সরকার তিনি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী হয়েছেন। তিনি এ প্রতিনিধিকে বলেন, আমি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে উদ্ধুব্ধ হয়ে ছাত্রলীগ, যুবলীগ, পৌর আওয়ামীলীগসহ জেলা আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে দলকে সু-সংগঠিত করেছি। আমি ১৯৮৪ সালে শহীদ তিতাসের মৃত্যুর পর প্রতিবাদ মিছিল করতে গিয়ে গ্রেফতার হয়ে ১ মাস ৯দিন কারাবরণ করি। ১৯৯৫ সালে খালেদা জিয়া বিরোধী আন্দোলন ও তত্ত্ববধায়ক সরকারের দাবীতে আন্দোলনরত অবস্থায় গ্রেফতার হই। পরে ১ মাস ২৭ দিন কারাবরণ করি।২০০১ সালে খালেদা নিজামী জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমার বাসাবাড়িতে হামলা হয়। এসময় গ্রেফতার হয়ে ৯ দিন কারাবরণ করি। জেল থেকে বের হয়ে দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে দলকে সু-সংগঠিত করার চেষ্টা করি। বর্তমানে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সততা, নিষ্টা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছি। তাই আসন্ন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদ প্রার্থী হয়েছি। আমি আশা করি, সর্বস্তরের নেতাকর্মী ও দলীয় হাই কমান্ড আমার সারা জীবনের রাজনৈতিক কর্মকান্ড বিচার বিশ্লেষন করে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব ভার অর্পন করবেন। আমি দলীয় হাই কমান্ড ও সর্বস্তরের নেতাকর্মীদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।