শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন

সার্ভেয়ারের হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন

শামীম আহমেদ বরিশাল :
  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

চিহ্নিত দুর্নীতিবাজ সার্ভেয়ার এমএ মোতালেব হোসেনের নির্যাতনের হাত থেকে রেহাই পেতে ভূক্তভোগী এলাকাবাসী মানববন্ধন করেছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর টাউন হলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবন্ধনে উপস্থিত ছিলেন ভূক্তভোগী এ্যাডভোকেট আবুল খায়ের মোঃ সফিউল্লাহ, সৈয়দা ইসমাত সায়লা, বরকত হোসেন, জোহরা লাইজু ও সাবের হোসেন বাবু। মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় ভূক্তভোগীরা সাবেক এই সার্ভেয়ারকে ভূমিদস্যু উল্লেখ অনতিবিলম্বে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বক্তারা বলেন, অনিয়ম করে এ্যাংকর সিমেন্ট থেকে চাকরিচ্যুত হওয়া সার্ভেয়ার মোতালেব হোসেন জালজালিয়াতি করে পৈত্রিকসূত্রে পাওয়া জমিও তার নামে লিখে নিয়েছে। তার জাল-জালিয়াতির কারনে অনেক পরিবার নিঃস্ব হয়ে পথে বসেছে। উল্লেখ্য, এর আগে মোতালেব হোসেনের দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনে লিখিত আবেদন করেছেন ইসমাত সায়লা নামের ভূক্তভোগী এক গৃহবধূ। এরপরপরই ওই গৃহবধূকে প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছেন মোতালেব হোসেন। যদিও অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত এমএম মোতালেব হোসেন বলেন, যারা মানববন্ধন করেছেন তারা আমার জমি দখল নিতে ষড়যন্ত্র করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com