বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

গণতন্ত্রের জন্য সকলকে রাস্তায় নামতে হবে: ড. কামাল হোসেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২

মৌলিক অধিকারের ব্যাপারে দেশবাসীকে সচেতন করার তাগিদ দিয়ে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘গণতন্ত্রের জন্য সকলকে রাস্তায় নামতে হবে।’ গতকাল শনিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের উদ্যোগে ‘সংবিধানের ৫০ বছর ও নাগরিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গণতন্ত্রের নিয়ে ঘরে ঘরে আলোচনা হওয়া উচিত উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, ‘সকলের রাস্তায় নেমে যাওয়া উচিত। ঘরে বরে সকল অধিকার ভোগ করার কথা ভাবা ভুল। এজন্য মানুষকে মৌলিক অধিকারের বিষয়ে সচেতন করতে হবে। মানুষ মৌলিক অধিকারের বিষয় সচেতন হোক, সরকার তা চায় না।’ রাষ্ট্রের নাগরিকরা বঞ্চিত হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘তাতে দেশে গণতন্ত্র থাকবে না। গণতন্ত্র না থাকলে দেশের ক্ষতি হবে। সংবিধানে দেখি জনগণ ক্ষমতার মালিক, এটা কথার কথা নয়। সত্যিকার অর্থে আমাদের মালিক হতে হলে অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে। সংঘবদ্ধভাবে কাজ না করতে থাকলে আমরা অধিকার থেকে বঞ্চিত হবো।’ গণফোরামের নেতাকর্মীসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ড. কামাল হোসেন বলেন, ‘সবসময় জনগণের পাশে সক্রিয়ভাবে থাকতে হবে, কাজে লেগে থাকতে হবে। পত্রপত্রিকায় লেখালেখি হওয়া দরকার, স্কুল-কলেজের শিক্ষার্থীদের জানানো দরকার। জেলায় জেলায় সভা-সমাবেশ করতে হবে। শিক্ষার্থী, তরুণ সমাজকে সক্রিয়ভাবে মাঠে নামাতে হবে।’ আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণস্বাস্থ্যার প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com