শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় নকল সোনার মূর্তি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেফতার

এনামুর রহমান চিনু নাটোর :
  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২

নাটোরের সিংড়ায় নকল স্বর্নের মূর্র্তি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র?্যাব নাটোর ক্যাম্প। গতরাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সোনালী রংয়ের পিতলের ছোট পুতুল উদ্ধার করা হয়। নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, লালপুর উপজেলার সালামপুর গ্রামের তরিকুল ইসলাম নামের এক ব্যক্তির কাছে ২ লাখ ২০ হাজার টাকায় একটি সোনার মুর্তি বিক্রি করে সিংড়ার পিপলসন গ্রামের একটি প্রতারক চক্র। পরে তিনি মুর্তিটি স্বর্নের দোকানে দেখানোর পর জানতে পারেন মুর্তিটি সোনার নয় পিতলের। এরপর তরিকুল ইসলাম তাদের কাছে টাকা ফেরৎ চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেয় তারা। তরিকুল ইসলাম ঘটনাটি জানিয়ে র‌্যাব সদস্যদের কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে নাটোর জেলার সিংড়া থানাধীন পিপলসন দড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। বিভিন্ন স্থানে অভিযান করে প্রতারক চক্রের ৭ জন সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় প্রতারক চক্রের আরো ৪ জন সদস্য কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা সিংড়ার পিপলসন দড়িপাড়া গ্রামের মন্টু মিয়া, মুকুল হোসেন, শফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, জাহিদুল ইসলাম, রজিম আহম্মেদ ও বগুড়ার শেরপুরের আনোয়ার হোসেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিংড়া থানায় প্রতারণা মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com