শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন

আদমদীঘিতে প্রণোদনার বীজ ও সার পেলেন ৪৪৮০ জন কৃষক

জিআরএম শাহজাহান (আদমদীঘি) বগুড়া :
  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বগুড়ার আদমদীঘিতে ২০২২-২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা/পুনবার্সন কর্মসূচির আওতায় ৪৪৮০জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি অফিস চত্বরে রবি/২০২২-২৩ মৌসুমে শীতকালীন বীজ সহায়তা এবং গম, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর উৎপাদনে ৪৪৮০ জন কৃষক-কৃষাণীর মাঝে প্রণোদনার উপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান ছিলেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, বগুড়া জেলা পরিষদের সদস্য মনজু আরা বেগম, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, প্রাণী সম্পদ অফিসার ডা.আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, কৃষি সম্প্রসারণ অফিসার দীপ্তিরাণী, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, গোলাম মোস্তফা, বিআরডিবি’র চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, কৃষক প্রতিনিধি জালাল উদ্দিন শেখ প্রমুখ। প্রণোদণার বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে ৬০০ জন কৃষকের প্রত্যেকে ২ গ্রাম টমেটো, ২.৫ গ্রাম বেগুন, ৩০ গ্রাম লাউ, ১০০ গ্রাম লালশাক ও ১০০ গ্রাম পালংশাকের বীজ, ৫৫০ জন গম চাষীর প্রত্যেকে ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও১০ কেজি এমওপি, ২৫০ জন ভূট্টা চাষীর প্রত্যেকে ২ কেজি বীজ, ২০ কেজিডিএপি ও ১০ কেজি এমওপি, ৩০০০ জন সরিষা চাষীর প্রত্যেকে ১ কেজি বীজ, ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ২০ জন শীতকালীন পেঁয়াজ চাষীর প্রত্যেকে ১কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৪০ জন মুগ চাষীর প্রত্যেকে৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি ও ২০ জন মসুর চাষীরপ্রত্যেকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com