বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাচনে ৭৫ জনের মনোনয়নপত্র দাখিল

এহসান বিন মুজাহির (শ্রীমঙ্গল) মৌলভীবাজার :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে (২০২৩-২০২৫) ৭৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (২২ নভেম্বর) বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের শ্রীমঙ্গলে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন সাব-কমিটির আহবায়ক মো. আতাউর রহমান এর নিকট প্রার্থীরা এসব মনোনয়নপত্র জমা দেন। মঙ্গলবার বিকেলে জাকারিয়া-আমিন পরিষদ, মাহবুব-হাবিব পরিষদ ও কাঞ্চন ভট্টাচার্য পরিষদ মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন সাব-কমিটির আহবায়ক মো. আতাউর রহমান জানান-নির্বাচনে ৩৩টি পদের বিপরীতে ৭৫ জন মনোনয়পত্র দাখিল করেছেন। দেশের ১২টি অঞ্চল হলো চট্টগ্রামের ফটিকছড়ি, সিলেটের জৈন্তাপুর, মৌলভীবাজারের জুড়ী, কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, হবিগঞ্জের বাহুবল, চুনারুঘাট ও মাধবপুর উপজেলা। প্রসঙ্গত, দেশের ১৬৫টি চা বাগানে ১২ টি কেন্দ্রের মাধ্যমে আগামী ১৮ ডিসেম্বর ২ হাজার ৩৩৪ জন বাগানের স্টাফরা ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com