রৌমারীতে ভারত-বাংলাদেশ বিজিবি বিএসএফ মৈত্যী ভলিবল এক প্রতিযোগীতার অনুষ্ঠিত হয়। গতকাল আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১০৬৫ নিকট বাংলাদেশের অভ্যান্তরে রৌমারী নতুনবন্দর শুল্ক বন্দর নামক স্থানে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতার আগে দর্শক ও সুধীদের আনন্দময় পরিবেশ করতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত বিজিবি-বিএসএফ মৈত্রী ভলিবল প্রতিযোগীতায় বাংলাদেশ বিজিবির পক্ষে নেতৃত্বদেন জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক মুনতাসির মামুন পিএসসি। ভারতের পক্ষে বিএসএফ এর ৪৫ ব্যাটালিয়নের কমান্ড চন্দ্র কান্ত উপাধ্যায়া, এ ছাড়া উভয় দেশের ২০ সদস্য প্রতিনিধি দল এ খেলায় উপস্থিত ছিলেন। খেলায় বিজিবি দল বিএসএফ দলকে ২-০ (দুই-সেটে) গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। পরে খেলোয়ারদের হাতে পুরুস্কার তুলেদেন অতিথি বৃন্দ। উক্ত খেলা ও পুরুস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকির হোসেন এমপি, প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়, সাবেক এমপি রুহুল আমিন, নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী ইমন, উপজেলঅ পরিষদ চেয়ারম্যান (ভারঃ) মাহমুদা আক্তার স্মৃৃতি, বিজিবি মোহাম্মদ সামছুল হক অতিরিক্ত সহকারি পরিচালক স্টাফ অফিসার জামালপুর, বিএসএফ সহকারি এইচএস ওং ডিসি, সহকারি কমিশনার নারায় এসিসহ প্রমুখ। এসময় তারা বলেন, দেশ স্বাধীনের পর এই প্রথম দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায়, বন্ধুতপূর্ণ প্রতিযোগীতা, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ মনোভাব গড়েতোলা ও আনন্দময় পরিবেশ বজায় রাখার লক্ষে এ খেলার আয়োজন করা হয়। খেলায় উভয়দেশের হাজার হাজার দর্শক উপভোগ করেন। খেলাটি পরিচালনা করেন ৩৫ ব্যাটালিয়ন জামালপুর হেডকোয়ার্টার সুবেদার এডজুটেন রিয়াজুল হক।