“টেকসই উন্নয়নে নবায়ন যোগ্য জ্বালানী” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি। পরে সেখান থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইডিইবি’র নাটোর জেলা শাখার সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, প্রকৌশলী রেজাউল ইসলামসহ প্রকৌশলী নেতৃবৃন্দ ও সংগঠনের সদস্যবৃন্দ। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) গৌরবের ৫২ বছর অতিক্রম করেছে। স্বাধীনতার পর থেকে দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সর্বদা সক্রিয় থেকেছে। ভবিষ্যতে টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ্য অর্জনে কাজ করে যাবে আইডিইবি। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানীর উৎস অনুসন্ধান এবং ব্যবহার উপযোগী করার ক্ষেত্রে ভূমিকা পালন করবে আইডিইবি।