ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়দহ গ্রামের এক অসহায় নারীকে চেয়ারম্যানের সামনে পেটালেন ইউপি সদস্য ঠান্ডু। এ ঘটনায় নির্যাতিত নারী মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৫নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদুর রহমান ঠান্ডু তার ওয়ার্ডের গুড়দহ গ্রামের দিনমজুর মইনুল ইসলামের স্ত্রী অসহায় মরিয়ম খাতুনকে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল হকের সামনে পরিষদ চত্বরে মারধোর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। বুধবার সকালে মহেশপুর প্রেসক্লাবে এসে ওই নির্যাতিত নারী জানায়, মাসুদুর রহমান ঠান্ডু ইতিমধ্যে তার বাড়িতে টিউবওয়েল বাথরুম করে দেওয়ার কথা বলে ৮ হাজার টাকা নিয়ে তাকে কিছুই দেয়নি। সম্প্রতি (ভিজিডি) চাউলের কার্ড করে দেওয়ার কথা বলে পূনরায় তার কাছে ৩ হাজার টাকা চায়। সে দরিদ্র হওয়ায় মেম্বারের কাছে অনেক কাকুতি-মিনতি করেছে কিন্তু কাজ হয়নি। বিষয়টি নিয়ে সে চেয়ারম্যানের কাছে নালিশ দিলে চেয়ারম্যানের সামনে তাকে মারধোর করেন। সুষ্ঠু বিচার পেতে তিনি সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।