সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে-স্বরাষ্ট্রমন্ত্রী

মাহবুবুর রহমান ,মনোহরদী( নরসিংদী):
  • আপডেট সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

সন্ত্রাসবাদ আঞ্চলিক সমস্যা নয়, এটা একটা বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেও অবস্থান জানান দিতে পরিকল্পকিভাবে আদালতপাড়ার ঘটনা ঘটিয়েছে। তদন্ত করে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। যারা ষড়যন্ত্র করে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসছে তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশে বিশৃঙ্খলা তৈরী হলে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। গতকাল বুধবার সকালে নরসিংদী জেলা পুলিশের আয়োজনে মনোহরদী থানা প্রাঙ্গণে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেছেন। সমাবেশের আগে স্বরাষ্ট্রমন্ত্রী মনোহরদী থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন। থানা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, সংরক্ষিত নারী সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী, ঢাকা রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নূরুল ইসলাম, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মো. মারুফ খান, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান ভূঁইয়া, নরসিংদী সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আব্দুল মোতালিব পাঠান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক। নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম এ সমাবেশে সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ জঙ্গিদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমাদের দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়। এ সত্য বারবার প্রমাণিত হয়েছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক আদর্শে বিশ্বাস এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়, সুদক্ষ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের গুণে বাংলাদেশ আজ সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ বাংলাদেশ আলোকিত হয়েছে। এই আলোর ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর সাথে থাকার আহবান জানান তিনি। শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, এদেশের মানুষ সাম্প্রদায়িকতা তথা জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় কখনো দেয়নি এবং দেবে না। জনগণের জঙ্গিবিরোধী মানসিকতার কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে জঙ্গিবাদ দমনের কাজ সহজ হয়ে যায়। সরকারের উন্নয়নে বাধাগ্রস্ত করলে সরকারের পক্ষ থেকেই মোকাবেলা করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com