দিনাজপুর কাহারোল উপজেলার উৎপাদিত কলা দশমাইল হাটে বিক্রি হচ্ছে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে এই দশমাইল হাটে কলা বিক্রি করার জন্য ব্যবসায়ী ও কৃষকেরা দশমাইল কলার হাটে নিয়ে আসছে। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা দশমাইল কলার হাটে কলা কিনে ট্রাকে ভর্তি করে নিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায়।ফলে অন্যান্য বছরের তুলনায় এবার কলা বিক্রি করে আয় করছেন কৃষকেরা। কাহারোল কৃষি অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুরে আবহাওয়া অনুকূলে থাকায় ৩২০ হেক্টর জমিতে সাগর কলা সহ স্থানীয় জাতের কলা রয়েছে। কৃষি অফিসের তথ্য অনুযায়ী চারা রোপনের সময় থেকে ১৪ মাস পর গাছ থেকে করা সংগ্রহ করা হয়। তবে কলা চাষে সুবিধা হলো কলাক্ষেতে ছয় মাস পর্যন্ত সাথী ফসল হিসেবে নানা জাতের সবজি চাষ করা যায়। যা বিক্রি করে চাষিরা সহজেই কলা ক্ষেতে পরিচর্যা করতে পারেন। বছরের মধ্যে মার্চ থেকে মে মাস পর্যন্ত কলা গাছের চারা রোপন করা হয়। ১ একরে ১ হাজার কলা চারা রোপন করা যায়। ১৪ মাস পর চাষিরা ঐ কলা ক্ষেত থেকে ১ হাজার কলার কাঁদি সংগ্রহ করছে পারবেন। বর্তমান বাজারে কলার উচ্চ মূল্য হলেও ব্যবসায়ীরা ২২০ টাকা দরে কলার কাঁদি ক্রয় করে সরাসরি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে। বর্তমান বাজার অনুযায়ী ১ একর কলা বিক্রি হয় ২ লক্ষ ২০ হাজার টাকায়। যা অত্যান্ত লাভ জনক বলে মনে করছেন কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। মুকুন্দপুর ইউনিয়নে রবীন্দ্রনাথ জানান, ১ একর কলা আবাদ করে খরচ বাদ দিয়ে ১ লক্ষ টাকা লাভ হয়েছে। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ সাদেক জানান, কাহারোল উপজেলার কলা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে। এতে চাষিদের বিশাল সাফল্য। চাষিদের নানা ভাবে কলা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। তিনি আরো বলেন, এক্ষেত্রে চাষিদের সবরকম সহযোগিতা করে আসছে কৃষি বিভাগ।