শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

কৃষকের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার ইসলামপুর -ধর্ম প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন-বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ২৫ নভেম্বর (শুক্রবার) ইসলামপুরে প্রন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, কীটনাশক ও বীজসহ নানা উপকরণ বিতরণ কালে এসব কথা বলেন।তিনি আরো বলেন সরকারের নির্দ্দেশে দেশের দরিদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনাসহ সহজ শর্তে ঋণ দেয়া হচ্ছে। কৃষকদের মাধ্যমেই দেশের মানুষের খাদ্যের যোগান নিশ্চিত হয়ে থাকে, তাই কৃষকরা আমাদের জাতির গুরুত্বপূর্ণ অংশ। এ কারনেই প্রধানমন্ত্রীী শেখ হাসিনা বলেছেন কূষক বাঁচলে দেশ বাঁচবে। জামালপুরের ইসলামপুর ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ালে আয়োজিত কৃষক সমাবেশে বিনামূল্যে সার ও বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইসলামপুরের আয়োজনে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা,উপজেলার পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, পৌর মেয়র আব্দুল কাদের শেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকতার্ এ.এল.এম.রেদোয়ান। সভা শেষে প্রধান অতিথি উপজেলার ১৮শ কৃষকের মাঝে ২০কেজি করে বারী-৩০জাতের গরম বীজ, ১০ কেজি করে ডিএমপি ও এমওপি সার বিনামূল্যে বিতরণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com