লামা আইডিয়াল পাবলিক স্কুলের নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দিনব্যাপি বেসিক কারিকুলাম এবং ক্লাস ম্যানেজমেন্ট বিষয়ক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ নভেম্বর-২০২২ ইং) সকাল ৯ টায় এন,জেড একতা কনফারেন্স রুমে প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধন অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল,এতে শিক্ষকের সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্ববোধ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন,লামা পৌর সভার মেয়র মোঃ জহিরুল ইসলাম। লামা আইডিয়াল পাবলিক স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ কামালুদ্দিন এর সভাপতিত্বে কর্মশালায় অনুষ্ঠানের উদ্ধোধন ও বক্তব্য রাখেন,স্কুলের প্রতিষ্ঠাতা আনোয়ারা বেগম,বিষয় বিক্তিক আলোচনা/হোয়াইট বোর্ড/পাওয়ার পয়েন্ট উপস্থাপন ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আসিফ ইসতিয়াক, প্রভাষক ইংরেজী লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, সালাহ উদ্দিন আল মামুন, সিনিয়র শিক্ষক রুপসীপাড়া উচ্চ বিদ্যালয়, জাহেদ সরোয়ার, প্রধান শিক্ষক নুনারবিল সঃ প্রাঃ বিদ্যালয়, আশিষ কুমার দত্ত, প্রধান শিক্ষক মেরাখোলা সঃ প্রাঃ বিদ্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ এবং পৌর এলাকায় অবস্থিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ প্রমূখ। বক্তারা বলেন,সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে শিক্ষকদের যথেষ্ট ভূমিকা রয়েছে। আপনারাই পারেন ছাত্র-ছাত্রীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষনের বিকল্প নেই এবং ছাত্র-শিক্ষক বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের জন্য যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের উন্নত জীবন গঠনের জন্য মূখ্য ভূমিকা পালন করতে হবে শিক্ষকদের।