নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আয়োজনে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে থেকে দিনব্যাপী পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের অয়োজন করা হয়। হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান পিরোজপুর ইউনিয়ন, আলহাজ্ব সিরাজুল হক ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৩ লিয়াকত হোসেন খোকা। সম্মানিত আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু আসলাম ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলম,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ আবু নাইম ইকবাল, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জাবেদ রায়হান জয়, এডভোকেট রুবেল ভুঁইয়া, ডাঃ আজিজ মোহাম্মদ সাইফুর সাঈদ, ওয়ান ব্যাংক এর সিনিয়র অফিসার মোঃ রকিবুল হাসান, বিশিষ্ট শিল্পপতি মোঃ নজরুল ইসলাম, চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আক্তার হোসেন, প্রতিষ্ঠাতা পরিবার সদস্য আবুল কালাম আজাদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর থানার উপ পরিদর্শক মোঃ আইয়ুব, প্রতিষ্ঠাতা হাজী আলাউদ্দিন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল এর চেয়ারম্যান হাজী মোঃ আলাউদ্দিন, মোঃ শহিদুল ইসলাম মুন্সী, তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ জহিরুল ইসলাম, আব্দুস সালাম ভুঁইয়া, মোঃ ইসমাইল হোসেন, মোঃ রাশেদুল ইসলাম রাসেল, মোঃ মাহমুদুল হাসান ভুঁইয়া, দাতা সদস্য মোঃ আলী আকবর, লাকি আক্তার সোনারগাঁও প্রেসক্লাবের ও স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিক। এছাড়াও অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক শিক্ষক, শিক্ষিকা অংশগ্রহন করেন।