বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

বরিশালে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে চরমোনাইর তিনদিনব্যাপী মাহফিলের সমাপ্তি আখেরী মুনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন পীর সাহেব চরমোনাই

বরিশাল ব্যুরো :
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হলো বরিশালের ঐতিহাসিক চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত ৩দিনব্যাপী অগ্রহায়ণ মাহফিল। গত ২৫ নভেম্বর২২ শুক্রবার বাদ জুমা আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়ে ২৮ নভেম্বর২২ সকাল সাড়ে ৮ টায় সমাপনী অধিবেশন ও আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় লক্ষ লক্ষ মুসল্লীদের আধ্যাত্মিক এ মিলনমেলা। সমাপনী অধিবেশনের বয়ানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সর্বস্থরে ইসলামকে বিজয়ী করতে হবে। এলক্ষ্যে চরমোনাই মুজাহিদদের আত্মশুদ্ধির মাধ্যমে একটি আদর্শ সমাজগঠনের প্রস্তুতি নিতে হবে। ব্যক্তিশুদ্ধির মাধ্যমে পর্যায়ক্রমে সমাজ ও রাষ্ট্রশুদ্ধির কাজে আত্মনিয়োগ করতে হবে। সমাপনী অধিবেশনের বয়ানে পীর সাহেব চরমোনাই মাহফিল বাস্তবায়নে সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আখেরী মুনাজাতে অংশ নেয়া প্রশাসনিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সম্মানিত ওলামায়ে কেরাম এবং গণমাধ্যমকর্মীদের মোবারকবাদ জানান পীর সাহেব চরমোনাই। আখেরী মুনাজাতে পীর সাহেব চরমোনাই ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিনি, সিরিয়া সহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন। উল্লেখ্য, চরমোনাই মাহফিলে আগত মুসল্লীদের মধ্য হতে ৪৫৪২ জন মুসল্লী মাহফিলের অস্থায়ী হাসপাতালে ফ্রি চিকিৎসাসেবা গ্রহণ করেন। তবে অনেক বছর পর এবারই প্রথম মাহফিলে আগত কোনো মুসল্লির মৃত্যু হয়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com