বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

গৌরনদীতে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

বরিশালের গৌরনদী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, ও সার সহয়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী বোরো ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানের অয়োজন করা হয়। গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, জানান, বাংলাদেশ কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০২২-২৩অর্থ বছরে রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় গতকাল উপজেলার ২ হাজার ১শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, ও সার সহায়তা প্রদানের শুভ উদ্বোধন করা হয়। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম বেলাল, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক-সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com