শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন

গজারিয়া-মতলব সংযোগ সেতু নির্মাণের সম্ভাব্যতা কাজে স্টেকহোল্ডারদের পরিদর্শন

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

মেঘনা-ধনাগোদা নদীর উপর মতলব উত্তর, জামালপুর, গজারিয়া, ভবেরচর, কালীপুর সংযোগ সেতুর বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সেতু মন্ত্রনালয়। গজারিয়ার চরকালীপুর থেকে মতলব উত্তরের জামালপুর গ্রামের মধ্যে সেতু বাস্তবায়নের জন্য ২৯ নভেম্বর মঙ্গলবার সকালে বাংলাদেশ সেতু বিভাগ ও সেতু কর্তৃপক্ষের সচিব, সিনিয়র পরামর্শক দল এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ পরিদর্শন করেন। মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস এমপির এসময় সিনিয়র পরামর্শক দলের নেতৃবৃন্দের সাথে সেতুর প্রয়োজনীয়তা ও সুবিধাদি নিয়ে আলোচনা করেন। অতিদ্রুত সময়ের মধ্যে সেতুর কাজ উদ্বোধন করার আহ্বান জানান। দক্ষিনাঞ্চল বাসীর স্বপ্নের সেতু (গজারিয়ার ভবেরচর ও মতলব উত্তরের কালীপুর সংযোগ সেতু) বাংলাদেশ সেতু বিভাগ ও সেতু কর্তৃপক্ষের পরিদর্শন করেন সেতু বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সচিব, মো. মনজুর হোসেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, অতিরিক্ত সুপার (অপরাধ) আদিবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, বাসেক এর মো: ওয়াশিম আলী এবং টিফসা কনসাল্টেন্ট টীম। এসময় আরো উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর, সহকারী কমিশনার (ভূমি) জিএম রাশেদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। গজারিয়ার ভবেরচর -মতলব কালীপুর সেতু নির্মাণ হলে ঢাকা থেকে গৌরীপুর ও মতলব উত্তর উপজেলা সদরে চাঁদপুর জেলা সদরে বর্তমান দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। কিন্তু ঢাকা থেকে ভবেরচর হয়ে গজারিয়া উপজেলার সীমানার উপর দিয়ে প্রস্তাবিত সেতু হয়। চাঁদপুর জেলা সদরের দূরত্ব সর্বোচ্চ ১৮৫০ মিটার। সেতু নির্মিত হলে ঢাকা-চাঁদপুর জেলা সদরের দূরত্ব প্রায় ৫২ কিলোমিটার সড়ক পথ কমে যাবে। এতে একদিকে যেমন সাধারণ মানুষের ভ্রমণ ব্যয় কমবে একই সাথে ভ্রমণ সময়ও কমবে প্রায় এক ঘন্টা। সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ও গুয়াগাছিয়া ইউনিয়নের অংশবিশেষ মেঘনা নদী অপরদিকে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ও বাগানবাড়ি ইউনিয়নের অংশবিশেষ এলাকার মেঘনা নদীতে এই সেতু নির্মাণ করা হবে। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) অধীনে সেতুর উভয় পাশে নির্মিত হবে আঞ্চলিক মহাসড়ক। এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সভা সমাবেশে দাবি করে আসছে, মতলব উত্তর ও গজারিয়ার ভবেরচর সংযোগ মহাসড়কে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থায় জন্য মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের জন্য। এদিকে সেতুর উভয় পাশে আঞ্চলিক মহাসড়ক নির্মিত হবে। মহাসড়কের জন্য জমি অধিগ্রহণ অনুমোদনের অপেক্ষায়। মতলব-গজারিয়া সেতুর কাজ শুরু হবে জানার পর থেকে এলাকায় আনন্দের বন্যা বইছে। এলাকাবাসী জানান, মেঘনা নদীতে সেতু নির্মিত হলে চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও শরিয়তপুরসহ দক্ষিণাঞ্চলের লোকজন রাজধানী ঢাকায় সহজে যাতায়াত করতে পারবেন। এছাড়াও মতলব উত্তরে নির্মিত হতে যাওয়া অর্থনৈতিক জোনসহ চাঁদপুরের কৃষি, শিল্প ও পর্যটন খাতের বিকাশেও সেতুটির অপরিসীম গুরুত্ব রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com