বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান বলেছেন, বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর নেত্রীকে খুশি করার জন্য প্রতিদিন মিথ্যা কথা বলে যাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, খেলা হবে, ভোট চোরের বিরুদ্ধে খেলা হবে, দুর্ণীতির বিরুদ্ধে খেলা হবে। তিনি জনগণকে উদ্দেশ্যে করে বলেন, আপনারা বলেন, ২০১৪ সালে কে ভোট চুরি করেছিলো? ২০১৮ সালে কে ভোট চুরি করেছিলো? দিনের ভোট রাতে কে নিয়েছিলো? বিগত ১৫ বছর কে দুর্ণীতি করেছে? ১১ লক্ষ কোটি টাকা বিদেশে কে পাচার করেছে? এ সরকারের এমপি, মন্ত্রী ও আমলারা এ টাকা বিদেশে পাচার করেছে। আসলে ওবায়দুল কাদের নিজের পদটি টিকিয়ে রাখার জন্য, নেত্রীকে খুশি করার জন্য এ মিথ্যা কথাগুলো বলে যাচ্ছেন। তিনি মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বি.এস.সি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এডভোকেট আবদুর রহমান, হাসনা জসীম উদ্দিন মওদুদ, আলহাজ্ব ফখরুল ইসলাম, নুরুল আলম শিকদার, মাহমুদুর রহমান রিপন, পারভীন কাওছার মুন্নি। শাহজাহান আরও বলেন, আমার নেত্রী বেগম জিয়াকে মিথ্যা মামলায় সরকার জেল খাটাচ্ছে। তারেক জিয়াকে মামলাদিয়ে লন্ডন পাঠিয়ে দিয়েছে। বেগম জিয়া ও তারেক জিয়ার অনুপস্থিতিতে সারাদেশের বিভাগীয় গণ সমাবেশ সফলহয়েছে। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে লক্ষ লক্ষ জনগণ সেখানে উপস্থিত হয়েছে। তিনি উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে বলেন, কি জন্য এত জনগণ উপস্থিত হয়েছে জানেন, এর মূল কারণ হলো সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার জন্যই এ জন¯্রােত। জনগণ খালেদা জিয়ার মুক্তি চায়, তারেক জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে প্রত্যাবর্তন চায়। শেখ হাসিনার পতন চায়। তিনি বলেন, তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। শাহজাহান বলেন, বেগম খালেদা জিয়া এমন এক জনপ্রিয় নেত্রী তিনি এমপি নির্বাচনে কোন দিনও হারেননি। শেখ হাসিনা হারার রেকর্ড আছে। শেখ হাসিনা এমপি নির্বাচনে সাদেক হোসেন খোকা ও মেজর মন্নানের সাথে হেরেছিলেন। তিনি নেতাকর্মীদের বলেন, আপনারা সভাপতি, সাধারণ সম্পাদক পদ নিয়ে দলাদলি ও মারামারি করবেন না। এখন দলাদলির সময় নয়। দুর্বার আন্দোলন গড়ে তুলে এ সরকারের পতন ঘটাতে হবে। দ্বি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যেক্ষ ভোটে আবদুল মতিন লিটন বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি ও আবদুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।