ত্রি বার্ষিক সম্মেলন থেকেই গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি.এম সাহাবউদ্দিন আজমরে নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি এ ঘোষণা দেন। শাহবুব আলী খান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক এবং আজম জেলা যুব লীগের সভাপতি। এছাড়াও গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলীকে পুনরায় সভাপতি ও আবু বক্কর সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি এবং বোরহান কবিরকে সভাপতি ও আলিমুজ্জামান বিটুকে সাধারণ সম্পাদক করে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। গোপালগঞ্জ পৌর উন্মক্ত মঞ্চে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, এমপি, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নার্গিস রহমান, এমপি, প্রমূখ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এমপি। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান ও প্রচার সম্পাদক বদরুল আলম বদর। সম্মেলন উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে মিছি নিয়ে সম্মেলনস্থলে জড় হয়। বিপুল কর্মীসমর্থকদের উপস্থিতি আর উৎসা-উদ্দিপনার মধ্য দিয়ে শেষ হয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।