হটাও মাফিয়া বাচাঁও দেশ টেইক ব্যাক বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়মনসিংহ দক্ষিণ জেলা নেতৃবৃন্দের ত্রিশাল উপজেলায় সাংগঠনিক সফর উপলক্ষে শ্রমিক দলের ২০২২ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (১ ডিসেম্বর) বিকেল ৪ টায় উপজেলা বিএনপির রামপুরস্থ দলীয় কার্যালয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রিশাল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ফিরুজ নুন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুঁইয়া। পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আতাউর রহমান শামীম, পৌর বিএনপির সাধারণ সস্পাদক শেখ মোশাররফ হোসাইন ( মিলন) উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, যুগ্ন আহ্বায়ক আনিছুজ্জামান মৃর্ধা, যুগ্ন আহ্বায়ক জিয়াউল হাসান জামিল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী, যুগ্ন আহ্বায়ক আব্দুল মতিন প্রমুখ। ত্রির্বাষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য ডা. লিটন বলেন, এই সরকারের ক্ষমতায় থাকার কোনো যোগ্যতা নেই। ইসলামী ব?্যাংকের ত্রিশ হাজার কোটি টাকা এস আলম গ্রুপের মাধ্যমে পাচার করেছে এই হাসিনা সরকার, দেশের সব দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলেও সাধারণ মানুষের জীবনের দাম কমছে।’ তাই ঐক্যবদ্ধ হয়ে মঠে নেমে এই সরকারকে বিদায় করতে হবে। আগামী ১০ তারিখের পর বুঝা যাবে এই সরকার কতদিন টিকবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় শ্রমিকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ প্রচার সস্পাদক ও ময়মনসিংহ জেলা সাধারণ সস্পাদক মফিদুল ইসলাম (মোহন) এসময় সমাবেশে অংশগ্রহণ করেন। উপজেলা ও পৌর শাখা সহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা শ্রমিক দলের এই সম্মেলনে ৬১টি বিশিষ্ট কমিটিতে মোঃ ফিরুজ নুনকে সভাপতি ও সারোয়ার জাহান শোভাকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করা হয়।