বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

পটুয়াখালী পৌরসভার আয়োজনে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

মির্জা আহসান হাবিব পটুয়াখালী :
  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনর বদলী জনিত কারনে পটুয়াখালী পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩ ডিসেম্বর ২০২২ পটুয়াখালী পৌর সভার আয়োজনে পৌর মিলনায়তনে পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ হাফিজুর রহমান হাফিজ, পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি শাহজালাল খান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাবেক যুবলীগ নেতা মোঃ রেজাউল করিম সোয়েবসহ পৌর সভার কাউন্সিলর বৃন্দ ও সম্মানিত অতিথি বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সবেক পৌর কাউন্সিলর ও সাবেক দি-পটুয়াখালী চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি খন্দকার ফরহাদ জামান বাদল। এ ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন, কাউন্সিলর এসএম মতিন মাহমুদ জাহিদ সিকদার, পৌরসভার সচিব মোঃ মাসুম বিল্লাহ, কাউন্সিলর এস এম ফারুক, ঝর্ণা সিকদার, নাহিদ আক্তার পারুল যুবলীগ নেতা রেজাউল করিম শোয়েভ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com