বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

সভাপতি- মোরশেদ আলম, সা. সম্পাদ-লায়ন মানিক.

মোঃ হারুন সেনবাগ :
  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

সেনবাগে উপজেলা আওয়ামীগের সম্মেলণ

নোয়াখালীর সেনবাগে উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। দীর্ঘ ৯বছর পর গতকাল সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক এবিসিসিআইয়ের পরিচালক শিল্পপতি লায়ন জাহাঙ্গীর আলম মানিক। সহ-সভাপতি নির্বাচিত হয়েছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক বাহার উল্যা ও শওকত হোসেন কানন, যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্র নেতা গোলাম কবির। আমাদের সেনবাগ প্রতিনিধি মোঃ হারুন জানান- দীর্ঘ ৯বছর পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতা কর্মীরা ছিলো উৎসব মুখোর। সম্মেলন উপলক্ষে সকল ৯টা থেকে বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা প্লেকার্ড ফেস্টুন হাতে নিয়ে স্ব-স্ব প্রার্থীর পক্ষে শ্লোগানে শ্লোগানে মুখোরিত করে সভা স্থলে প্রবেশ করে। এক পর্যায়ে বাফুফে সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক এবং বাংলাদেশ অর্থনীতি সমিতি সাবেক সেক্রেটারী ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী আবু জাফর টিপুর পক্ষে মিছিল নিয়ে সম্মেলন স্থলে প্রবেশ করতে দেখা গেছে। নেতাকর্মীদের পদচারনায় সকাল ১০টার মধ্যেই সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ কানায় কানায় ভরপুর হয়ে যায়। সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ ও বেলুন পায়রা উড়িয়ে সেনবাগ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলমের সভাপতিত্বে সমে¥লনের অনুষ্ঠানিকতা শুরু হয় সম্মেলনের উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম সেলিম। অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ-আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি ছিনেন আওয়ামী লীগের কৃৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্যা খাঁন সোহেল। আরো বক্তব্য রাখেন-নোয়াখালী জেলা পরিষদেও নব নির্বাচিত চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু,প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম,বাফুফে সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক, বাংলাদেশ অর্থনীতি সমিতি সাবেক সেক্রেটারী ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক, এবিসিসিআইয়ের পরিচালক শিল্পপতি লায়ন জাহাঙ্গীর আলম মানিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক বাহার উল্যা ও শওকত হোসেন কানন, সেনবাগ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের দুলাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক জাকারিয়া আল মামুন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com