মানিকগঞ্জে যক্ষা প্রতিরোধে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)। সোমবার দুপুরে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকার রাজ হাইওয়ে মিনি চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সাজন ডা. মো: মোয়াজ্জেম আলী খান চৌধুরী। নাটাব মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. মোস্তফা কাদের রিসাদ, খান বাহাদুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মজিদ, ব্র্যাক জেলা ম্যানেজার মোঃ মাহফুজুর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় জেলা মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের মোট ৩০ জন শিক্ষক অংশ নেন। সভায় বক্তারা বলেন, যক্ষা একটি জীবানঘটিত মারাত্মক সংক্রামক রোগ। প্রধানত ফুসফুসই যক্ষ্মা জীবানু দ্বারা আক্রান্ত হয়। যক্ষার জীবানু দেহের অন্য অংশকেও আক্রান্ত করতে পারে। ফুসফুসের যক্ষ্মায় আক্রান্ত রোগীর কফ, হাঁচি, কাশি ও কথা বলার মাধ্যমে যক্ষ্মার জীবাণু পরিবেশে ছড়ায়। ফুসফুসে যক্ষ্মার প্রধান লক্ষন হলো এক নাগাড়ে দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি। কাজেই যক্ষ্মা প্রতিরোধে সকলকেই সচেতন হতে হবে।