সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

প্রতিটি থানা হবে সাধারণ অসহায় মানুষের আশ্রয়স্থল – বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খাঁন

শামীম আহমেদ বরিশাল :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খাঁন (পিপিএম) বলেন, আমাদের প্রতিটি থানা হবে সাধারন অসহায় সেবা প্রত্যশী মানুষের আশ্রয় স্থল হয়ে উঠে। সেভাবেই যেন থানাগুলোর কার্যক্রম গড়ে উঠে। আমাদের প্রধানমন্ত্রী ও আইজিপি একান্ত প্রচেষ্ঠায় আজ আমাদের পুলিশ বাহিনী দিন দিন আধুনীকায়ন হিসাবে গড়ে উঠেছে। সেই আলোকে আমাদের আন্তরিকতার কাজের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে পুলিশী সেবা প্রতিটি মানুষ ও যেকোন ঘটনাস্থলে পৌছে সেবা দিতে হবে। যাতে জনগন মনে করে আমাদের ট্রাক্সের টাকায় পুলিশ বাহিনী পরিচালিত হলেও তারা আমাদের সেবা দিয়ে দিয়ে যাচ্ছে এবং সেবার মধ্যেই তাদেরকে খুশি করতে হবে। সেকারনেই সেবার মান বৃদ্ধির করার জন্য আজ বরিশাল মেট্রোপলিটন পুলিশ বাহিনীতে লজিস্টিক সাপোর্ট হিসাবে আরো ১৩টি নতুন যানবাহন অন্তভূক্ত করা হচ্ছে যাতেকরে আমরা সেবার গুনগত মান থেকে পিছিয়ে পড়তে না হয়। মঙ্গলবার (৮ই) সেপ্টেম্বর সকাল ১১ টায় মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার এই শ্লোগানকে সামনে রেখে নগরীর পুলিশ লাইন ময়দানে নতুন যানবাহন গাড়ি হস্তান্তর পূর্বক প্রধান অতিথি একথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (বিএমপি) সদর দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর পিএমপি রুনা লায়লা,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম। এখানে আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল, আঃ হালিম,ও সাহেদ রাজিব সহ চার মেট্রোপলিটন থানা ইনচার্জ অফিসার নুরুল ইসলাম (পিপিএম) আযিমুল করিম, জাহিদ বীন আলম ও আনোয়ার তালুকদার সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা। প্রধান অতিথি পুলিশ কমিশনার আরো বলেন, আমাদের জাতীর পিতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু বার বার পুলিশ বাহিনীকে উচ্চতর স্থানে নিয়ে যাবার জন্য প্রায় বলতেন তোমরা ব্রিটিস,পাকিস্তানী ও কলোনীর পুলিশ নও। তোমরা শক্তিশালী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের হবে আধুনীকায়ন পুলিশ বাহিনী। এসময় তিনি আরো বলেন, আপনারা নিজেদের সম্পদ যেভাবে রক্ষাণাবেক্ষন করেন ঠিক সেভাবে এই সরকারী সম্পদকে ভালভাবে রক্ষা করবেন। উল্লেখ্য ইতি পূর্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিভাগ ৬টি ভাগে অন্তভূক্ত ছিল আজ থেকে সাপ্লাই ও লজিস্টিক সাপোর্ট নামের আরো ২টি বিভাগ অন্তভূক্ত করে মোট ৮টি বিভাগ পরিনত করা হল। অন্যদিকে ২০১৬ সালে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিভাগে ৭৮টি যানবাহন লজিস্টিক সাপোর্ট নিয়ে কাজ করতে বেপক হিমসিম খেতে হয়েছে পুলিশ বাহিনী সদস্যদের। বর্তমান পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খাঁন পুলিশ বাহিনীকে আরো গতিশীল করার পাশাপাশি পুলিশী প্রতিটি মানুষের দৌড় গড়াই পৌছে দেয়ার মানুসিকতায় লক্ষ নিয়ে তার একান্ত প্রচেষ্টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিভাগে গত ৫ বছরে আরো ৬৪টি গাড়ি এই বহরে যুক্ত করে ১৪২ টি অন্তভূক্ত করা হয়েছে। এসময় প্রধান অতিথি পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানঁ অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার রুনা লায়লা, কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ রাসেল আহমেদ ও কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম (পিপিএম) এর হাতে নতুন গাড়ির চাবি হস্তান্তর করা সহ প্রর্যায়েক্রমে ১৩টি গাড়ির চাবি হস্তান্তর করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com