সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মাসব্যাপী অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হলো রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজে। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস মাঠে সম্প্রতি আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একাদশ শ্রেণির বিজয়ী বালিকাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। আনন্দময় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম। উল্লেখ্য, শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদানের পাশাপাশি ছাত্রছাত্রীদের মনোদৈহিক বিকাশের জন্য প্রতি বছর শিক্ষাবর্ষের শেষদিকে এসে মাইলস্টোন কলেজ আয়োজন করে মাসব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার। ছাত্রছাত্রীদের জন্য আনন্দময় এই ক্রীড়া আয়োজনে সকল প্রকার দিকনির্দেশনা প্রদান করছেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম এবং সার্বিক সহযোগিতা প্রদান করে এই বর্ণিল আয়োজনকে সাফল্যম-িত করেছেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)।