শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

সাকিব থাকলে আইপিএলে হায়দারাবাদ ফেভারিট হতো : ভোগলে

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

বাংলাদেশের সাকিব আল হাসান থাকলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ টুর্নামেন্টের আসন্ন ত্রয়োদশ আসরের শিরোপা জয়ে সানরাইজার্স হায়দারাবাদ ফেভারিটের তালিকায় থাকতো বলে মনে করেন জনপ্রিয় ক্রিকেট বিশেষজ্ঞ হার্সা ভোগলে।

জুয়াড়ির তথ্য গোপন করায় গেল বছরের ২৯ অক্টোবর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক এক বছর নিষিদ্ধ হন বাংলাদেশের সাকিব। আগামী মাসেই সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। তবে এ বছর আইপিএল খেলছেন না ২০১৬ সালে হায়দারাবাদের শিরোপা জয়ে প্রধান ভূমিকা রাখা সাকিব। আফগানিস্তানের স্পিনার রশিদ খানের দুর্দান্ত পারফরমেন্সের কারনে একাদশে সুযোগ হারান সাকিব। গেল বছরের আইপিএলে মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পান তিনি। একাদশের বাইরে থাকলেও, অনুশীলনে নিজের সময়টা ভালোভাবেই কাজে লাগিয়েছেন সাকিব। সেই ফল গেল বিশ্বকাপে পেয়েছেন সাকিব। গেল বছর ইংল্যান্ডের বিশ্বকাপে ব্যাট-বল হাতে আলো ছড়িয়েছেন তিনি। ব্যাট হাতে ৬০৬ রান ও বল হাতে ১১ উইকেট নেন সাকিব। রান সংগ্রহের দিক দিয়ে তৃতীয়স্থানে ছিলেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে এক আসরে অন্তত ৫শ রান ও ১০ উইকেট নেয়ার র্কীতি গড়েন সাকিব। ক্রিকেট ধারাভাষ্যকর ও বিশেষজ্ঞ ভোগলে মনে করেন, এ বছরের আইপিএলটি সাকিবের হতে পারতো। যেহেতু করোনার কারনে ভারতের পরিবর্তে আসরটি দুবাইয়ে হচ্ছে।
ভিডিও পোডকাস্টে ভোগলে বলেন, ‘হায়দারাবাদের দলে উপর থেকে নীচ পর্যন্ত বেশ কিছু ভালো খেলোয়াড় আছে। ভুবেনশ্বর, রশিদ খানের মত ভালো বোলার আছে। তারা টুর্নামেন্টে অন্যতম ফেভারিট।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এবারের টুর্নামেন্টটা(আইপিএল) সাকিবের হতে পারতো। ভারতে যখন খেলা হয়েছিলো, তখন কম্বিনেশনের কারনে দলে সুযোগ সুযোগ পাননি তিনি। ধরুন, সাকিব তিন নম্বরে খেলছে, ৪ ওভার বোলিং করছে এবং আমার মনে হয়, এখানেই হায়দারাবাদ প্রতিন্দ্বন্দিদের থেকে অন্যতম ফেভারিট হিসেবে আইপিএলে অংশ নিতে পারতো।’ আগামী ২৯ অক্টোবর সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। তাই পুনরায় মাঠে ফিরতে মুখিয়ে আছেন সাকিব। শ্রীলংকা সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন সাকিব। লংকানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দলে সুযোগ পেতে পারেন সাকিব।- বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com