কুড়িগ্রামের রৌমারীর যাদুর চর ইউনিয়নের সায়দাবাদ নামক এলাকা থেকে ৬১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ, ব্যাটারি চালিত একটি অটোরিক্সাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। সোমবার (১২ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার সায়েদাবাদ বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, রৌমারী থানার পুলিশের একটি টিম উপজেলারর ৫নং যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারের মো.বাদশা মিয়ার পানের দোকানের সামনে চৌরাস্তা মোড়ে রৌমারী থেকে রাজিবপুরগামী একটি অটোরিকশা তল্লাশি করে ৬১ বোতল মদ ও একটি অটোরিকশা আটক করা হয়। এসময় অটোরিকশায় থাকা ৪ জন ব্যক্তি অটোরিকশা হতে পালানোর সময় তিন জনকে আটক করা হয় এবং একজন পালিয়ে যায়। আটককৃত মাদক কারবারিরা হলেন, জেলার রাজিবপুর উপজেলার দক্ষিণ মরিচাকান্দি গ্রামের মো.সিদ্দিক মিয়ার ছেলে মো. ইয়াকুব আলী(২৩), একই গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে মো. শাহিন আলম(১৯) ও মো. কোরবান আলীর ছেলে মো. রফিক মিয়া(২৫)। এবং মো.সোহরাব হোসেনের ছেলে সাদ্দাম হোসেন(২০) পলাতক রয়েছেন। এবিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার বলেন, আটককৃত আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।