বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন

নাটোরের বাগাতিপাড়ায ২২০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

নাটোর প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

নাটোরের বাগাতিপাড়ায চলতি রবি মৌসুমে বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২২০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার বাগাতিপাড়া উপজেলা চত্বরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় এই সার ও বীজ বিতরণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়সহ কর্মকর্তাবৃন্দ। এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, বিভিন্ন কারণে সারা বিশ্বের বিভিন্ন দেশে খাদ্যঘাটতি দেখা দিয়েছে। বিশ্বের বড় বড় দেশগুলাও তার বাহিরে নয়। সে কারনে কৃষি প্রধান এই বাংলাদেশের সাড়ে ১৭ কোটি মানুষের খাদ্যের চাহিদা যদি আমরা মেটাতে না পারি তাহলে বাহিরের দেশ থেকে খাদ্য আমদানি করে চাহিদা মেটানো সম্ভব হবে না। তাই বর্তমান প্রধান মন্ত্রী খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের আধুনিক তথ্য প্রযুক্তির পাশাপাশি বিনামূল্যে সার ও উন্নত মানের বীজ সরবরাহ করছেন। যাতে করে তারা অধিক খাদ্য ফলিয়ে তাদের জীবন মানের উন্নয়ন ঘটাতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com