বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::

নাটোরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

এনামুর রহমান চিনু নাটোর :
  • আপডেট সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

‘প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভূক্তিমূলক উন্নতি’-এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার কালেক্টরেট ভবন চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন শেষে সেখান থেকে এক শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক শামীম আহম্মেদের নেতৃত্বে শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) নূর আহম্মেদ মাসুমের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, বিশ্ষ্টি শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র অলোক, অধ্যক্ষ আব্দুল রাজ্জাক সহ কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ‘বর্তমান সরকারের সময় এখন ডিজিটাল পদ্ধতিতে দেশ এগিয়ে যাচ্ছে। সরকারি দপ্তরগুলো ডিজিটালাইজড করার মাধ্যমে দপ্তরের কাজগুলো অনেক সহজ হয়ে গেছে। সুফল পাচ্ছেন দেশের সকল পর্যায়ের জনগোষ্ঠি। এই প্লাটফর্ম মানুষের জীবনকে সহজ ও সুন্দর করেছে। দূর করেছে ভোগান্তি, সাশ্রয় হয়েছে অর্থ ও সময়ের। আজ কোন কিছু অজানা থাকলে গুগলে সার্চ দিলে খুব সহজে সব কিছু জানতে পারা যাচ্ছে। সকল তথ্য এখন হাতের মুঠোয় চলে এসেছে।’ আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়। জেলার সকল উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসন অনুরুপ কর্মসূচী পালন করে। বাগাতিপাড়া উপজেলা কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com