বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::

হিলি চেকপোস্ট দিয়ে ফুটবল খেলতে ভারতীয় বিএসএফ দল বাংলাদেশে

মোসলেম উদ্দিন (হিলি) দিনাজপুর :
  • আপডেট সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে মৈত্রী ফুটবল ম্যাচে অংশ নিতে বাংলাদেশে এসেছেন বিএসএফের ৪৬ সদস্যের একটি প্রতিনিধি দল। বিজিবির আমন্ত্রণে সোমবার (১২ ডিসেম্বর) দুপুর ১টায় ভারতের শিলিগুড়ি ফ্রন্টিয়ারের এআইজি অজয় সিং এর নেতৃত্বে প্রতিনিধি দলটি হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় বিজিবির কর্মকর্তারা তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে বিএসএফ দলটি মৈত্রী ফুটবল ম্যাচে অংশ নিতে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল মো জাকারিয়া জানান, দুপুর আড়াইটায় জয়পুরহাট স্টেডিয়ামে বিজিবি ও বিএসএফের মধ্যে মৈত্রী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শেষে আজই তারা ভারতে ফিরে যাবেন। সীমান্তে সম্প্রীতি বজায় রাখতে আমরা এই ম্যাচের আয়োজন করেছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com