বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন জামালপুরে পালিয়ে বেড়ানো বিধবা কামরুন্নাহারের পরিবার

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যান ও তার গুন্ডা বাহিনীর নির্যাতনের শিকার এক পরিবার বসতবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। চরম নিরাপত্তাহীনতায় থাকা ওই পরিবারটি রবিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিরাপত্তা দাবি করেছেন। সরিষাবাড়ীর হোসনাবাদ গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী বিধবা কামরুন্নাহার অভিযোগ করেন, তার স্বামীর ভাই আব্দুল কাদের ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হন। শহীদ আব্দুল কাদেরের সন্তানরা পৈত্রিক জমি পাওনার চেয়ে বেশি বিক্রি করেন। শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের পরিবারের জন্য পাকা ঘর বরাদ্ধ দেয় সরকার। তাদের জমি না থাকায় কামরুন্নাহারের কাছে জমি দাবি করেন। এ নিয়ে গত ৫ ডিসেম্বর ওই বাড়িতেই সভা বসে। সভায় উপজেলা নির্বাহী কর্র্মকর্তা ও মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আনিছুর রহমান জুয়েলসহ সরকারি অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাহী অফিসারের সামনেই কামরুন্নাহারের পরিবারের লোকজনকে ইউপি চেয়ারম্যান ও তার গুন্ডা বাহিনী মারধোর করেন। ওইদিন সন্ধ্যার পর চেয়ারম্যানের গুন্ডা বাহিনী কামরুন্নাহারের বাড়ীতে উপস্থিত হয়ে ভয়ভীতি দেখিয়ে লিখিত একটি কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেয়। চেয়ারম্যান বাহিনীর একের পর এক হুমকীতে নিরাপত্তার স্বার্থে বর্তমানে পরিবারটি বসতবাড়ি ছেড়ে পালিয়ে বেরাচ্ছেন। ইউপি চেয়ারম্যান ও তার গুন্ডা বাহিনীর হাত থেকে বাঁচতে পরিবারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে কামরুন্নাহারের পরিবারের পলাতক সব সদস্য উপস্থিত ছিলেন। বিধবা কামরুন্নাহারের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আনিছুর রহমান জুয়েল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com