বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০০ অপরাহ্ন

পাকিস্তানি বাহিনীও এভাবে কোনো অফিসে-বাড়িতে হামলা চালায়নি : অভিযোগ অলির

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

যে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি সেই পাকিস্তানি বাহিনীও এভাবে কোনো অফিসে বা বাড়িতে হামলা চালায়নি বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, আমি মনে করি বিএনপি’র এখানে হয়তো ৫০-৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কিন্তু এ ঘটনায় পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে, তারা কত জঘন্য, কত বর্বর। তারা সভ্য সমাজে বসবাস করার মতো উপযুক্ত নয়।
কর্নেল অলি বলেন, পুলিশ বাহিনী মনে করেছে এই সরকার আমৃত্যু ক্ষমতায় থাকবে। কিন্তু বুঝতে হবে কোনো স্বৈরাচার বেশি দিন রাজত্ব করতে পারেনি। তিনি বলেন, এ সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য যা যা করার দরকার তাই করতে হবে। আমাদের কর্মসূচি আইন, সংবিধান অনুযায়ী হবে। তারা যতই অন্যায় করুক না কেন! আমরা তাদের পাতা ফাঁদে পা দেবো না। এ সরকারের পতন সময়ের ব্যাপার। এর আগে, নয়াপল্টনে পুলিশি হামলায় ক্ষতিগ্রস্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে আসেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। কর্নেল অলি আহমদের সাথে এলডিপির সিনিয়র নেতারা ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দফতর সম্পাদক এমরান সালেহ প্রিন্সসহ প্রমুখ।
উল্লেখ্য, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের গত ৭ ডিসেম্বর বিকেলে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এরপর অফিসে আটকে থাকা নেতাকর্মীদের গ্রেফতার করতে ঢুকে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে অফিসে ব্যাপক ভাংচুর করা হয়। এ দিন থেকেই কার্যালয় তালাবদ্ধ করে রাখে পুলিশ। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত ও শতাধিক আহত এবং তিন শতাধিক নেতাকর্মীকে আটক হন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com