শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন

ঘোড়াঘাটের নির্বাহী কর্মকর্তা ও তার পিতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন

নুরুল ইসলাম পলাশবাড়ী (গাইবান্ধা) :
  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে প্রায় ২ ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ও মুক্তিযোদ্ধা মঞ্চ স্থানীয় চৌমাথা মোড়ে গত বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৃথক পৃথক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে ওই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর প্রশাসক আবু বকর প্রধান, সহকারী কমিশনার (ভূমি) মেরিনা আফরোজ, ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম ও রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রহমান সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, আনসার ভিডিপি কর্মকর্তা ময়নুল হক, সহকারী শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর প্রমূখ। অপরদিকে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ও মুক্তিযোদ্ধা মঞ্চের আলোচনায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি শামছুজ্জোহা হিটু। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ রহমান সরকার, মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সুমন মিয়া, প্রজন্মলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা রেজাউন্নবী, ছাত্রলীগ নেতা মহসীন সরকার বাপ্পী, মৎস্যজীবীলীগ সভাপতি মনিরুজ্জামান রাসেল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ওয়ারেছুর রহমান মন্টু, ছাত্রনেতা নাজিবুর রহমান নয়ন প্রমূখ। বক্তারা অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার পূর্বক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আহতদের সুস্থতা কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com