ঝিনাইদহের কালীগঞ্জে রবি আবাদের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে শরিষা ও ভুট্টা চাষ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে আলাইপুর শ্রীরামপুর মাঠে এঘটনা ঘটে। রবি আবাদের ফসল নষ্ট হয়ে দিশাহারা কৃষক আনসার আলী। কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের মৃত লতাফৎ হোসেন বিশ্বাস এর ছেলে লতিফুর রহমান ফারুকের লীজকৃত ২১৪ শতক জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন মহাদেবপুর গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে আনসার আলী। মঙ্গলবার সকাল ৯টার দিকে জমির মালিক লতিফুর রহমান ফারুক ট্রাক্টর দিয়ে শরিষা ও ভুট্টা চাষ নষ্ট করে দিয়েছে। এতে কারে ৮৩ শতক জমিতে ভুট্টা ও ৪৫ শতক জমিতে শরিষা চাষের ফসল নষ্ট হয়েছে। ট্রাক্টর দিয়ে চাষাবাদ করার সময়ে মাঠে তর্কে বিকর্তে জড়িয়ে পড়েন তারা। বিষয়টি স্থানীয় চাষিরা প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছেন। ফসল নষ্টের কারনে ২লক্ষ টাকার ক্ষতি হয়েছে এমনটি দাবি করেন আনসার আলী। প্রতি আবাদে ৭৭ হাজার ৮শত টাকা ও নিয়মিত ভাবে আবাদে আবাদে ধান দিয়ে আসছিলেন আনসার আলী। তবে এ বিষয়ে লতিফুর রহমান ফারুক বলেন, আমি আমার নিজ জমিতে চাষ করেছি,লিজ নেওয়া জমির মেয়াদ শেষ হয়ে গেছে। এ বিষয়কে কেন্দ্র করে কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।