বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল পশ্চিম থানার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাত ৭.৩০টায় রাজধানীর মগবাজারের একটি মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরা সদস্য ও হাতিরঝিল পশ্চিম থানার নব-নির্বাচিত আমীর মোঃ ইউছুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও হাতিরঝিল অঞ্চলের সহকারী পরিচালক মুহাম্মদ আতাউর রহমান সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য আকতার হোসেন, রাশেদুল ইসলাম, জামায়াত নেতা শামীম হোসাইন প্রমুখ।