বাঙালি জাতির অসীম সাহস আর চির গৌরবের একদিন ‘মহান বিজয় দিবস’ উদযাপন করলো রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। দিবসটি উপলক্ষে মাইলস্টোন কলেজ গৃহীত বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে ছিলো-জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আনন্দঘন মিনি ম্যারাথন। পৌষালী শিশিরভেজা ভোরে আমাদের প্রাণপ্রিয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় মাইলস্টোন কলেজ আয়োজিত বিজয়ের মূল কর্মসূচি। মাইলস্টোন কলেজ শাখা বিএনসিসি ক্যাডেট, রোভার স্কাউট, গার্লস গাইড, রেঞ্জার সদস্যদের চৌকষ কুচাকওয়াজ শেষে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় অংশগ্রহণকারী বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ এবং বিজয় আমাদের অন্তরাত্মায় মিশে থাকা ঘটনা যার মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ এবং আত্মপরিচয়ের গর্বিত অধিকার।
রক্তমাখা আত্মদানের সাহসী অর্জন মহান বিজয় দিবসের সকল আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, উপাধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম এবং কলেজের প্রশাসন বিষয়ক পরিচালক মো. মাসুদ আলম প্রমুখ।