বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

ধামরাইয়ে শ্রমিকবাহী বাস খাদে নিহত ২, আহত ৩০

ওয়াসিম হোসেন (ধামরাই) ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

ঢাকার ধামরাইয়ে প্রতীক সিরামিকস কারখানার শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে ঘটনা স্থলেই দুই শ্রমিক নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ৩০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে জুলেখাসহ ২ জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে। এ ঘটনায় ঘাতক বাস চালক রজ্জব আলীকে(৩৬) আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৭ ডিসেম্বর) ভোরে ধামরাই উপজেলার কাওয়ালিপাড়া – কালামপুর আঞ্চলিক সড়কের খাগুর্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ধামরাইয়ের মধুডাঙ্গা এলাকার মোঃ বাছের মোল্লার মেয়ে আকলিমা আক্তার(৩৫), একই এলাকার আমির মোল্লার মেয়ে ছুরিয়া আক্তার(৩০)। জানা যায়, সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকার প্রতীক সিরামিকসের শ্রমিকবাহী বাস ভোরে শ্রমিক নিয়ে কারখানায় আসার সময় খাগুর্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পরে যায়। ঘটনা স্থলেই দুজন মারা যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে আহত শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। এ দুর্ঘটনায় অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। প্রতীক সিরামিকসের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) আকরাম হোসেন সরকার বলেন, ৪০ জন শ্রমিক নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া এলাকা থেকে বাসটি কাওয়ালীপাড়া – কালামপুর সড়ক হয়ে কারখানার দিকে আসছিল। পথে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ডোবায় পরে যায়। এসময় দুই জন শ্রমিক নিহত হয়। আহত হয়েছেন অনেকেই। আহত শ্রমিকদের নিয়ে আমি হাসপাতালে একটু ব্যাস্ত রয়েছি। পরে বিস্তারিত বললে পারবো। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, ভোরে প্রতিক সিরামিকসের শ্রমিক বাহী একটি বাস খাদে পড়ে দুজন মারা গেছে। আহত হয়েছে অন্তত ২৫-৩০ জনের মত। মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com