শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন

নেপাল থেকে বাইসাইকেলে চড়ে ঢাকার জার্মান দূতাবাসে সাবেক রাষ্ট্রদূত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

বাইসাইকেলে চড়ে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে গতকাল (রবিবার) ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসে এসে পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিন্স, যিনি বর্তমানে নেপালে নিজ দেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ (সোমবার) বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “আমার ভালো বন্ধু অসাধারণ এক অর্জন করেছেন। তাকে সুস্থ এবং সুন্দরভাবে ঢাকায় দেখতে পেয়ে ভালো লাগছে।” ওদিকে, থমাস প্রিন্স জানিয়েছেন তিনি একটানা ৯ দিন বাইসাইকেল চালিয়ে ৩টি দেশের (নেপাল, ভারত, বাংলাদেশ) মোট ১০২৫ কিলোমিটার পথ পেরিয়ে ঢাকায় পৌঁছেছেন। কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, “পথে দেখা হওয়া অনেক মানুষকেও ধন্যবাদ দিচ্ছি যারা বন্ধুসুলভ আচরণ করেছেন। আমার স্ত্রী অনুজাকেও (অনুজা প্রিন্স) ধন্যবাদ, সে কখনো এটা নিয়ে কোনো প্রশ্ন করে নি, যেটা অনেকের কাছে অদ্ভুত ধারণা মনে হতে পারে।” সূত্রমতে, গত ১০ ডিসেম্বর কাঠমান্ডু থেকে থমাস প্রিন্স ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। আর, গত ১৬ ডিসেম্বর দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেছিলেন। গতকাল (রবিবার) তিনি ঢাকায় প্রবেশ করেন। কিন্তু, রাষ্ট্রদূতের এমন অভিনব পরিকল্পনার কারণ কী? জানা গেছে, সামনেই (২৫ ডিসেম্বর) ক্রিসমাস ডে। খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। ক্রিসমাসকে কেন্দ্র করে পরিবার-বন্ধুদের সাথে ছুটি কাটান বিভিন্ন দেশে নিযুক্ত পশ্চিমা কূটনীতিকরা।
থমাস প্রিন্স মূলত পরিবারের সঙ্গে ছুটি কাটাতেই বাংলাদেশে এসেছেন। আর, বাইসাইকেলে করে ঢাকায় আসার বিষয়টি নিতান্তই শখের বশে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com