মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

জাতীয় দলের অনুশীলনেও মেসির জার্সি গায়ে সাকিব

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

তাদের নাম ডাকও কম নয়। বাংলাদেশে তো বটেই ক্রিকেট বিশ্ব মাশরাফি কিন মর্তুজা আর সাকিব আল হাসানকে এক নামে চেনে, জানে। তারা দুজনও অনেক বড় তারকা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাদের চেয়ে বড় তারকা আর নেই। জনপ্রিয়তাও মাশরাফি বিন মর্তুজা আর সাকিব আল হাসান সবার ওপরে।

তারাই কোটি ভক্তর চোখের মনি। তাদের জন্য অকৃত্রিম ভালবাসা আছে কোটি সমর্থকের হৃদয়ে। সবচেয়ে বড় কথা হলো মাশরাফি আর সাকিব দুজনই অনেক বড় সেলিব্রেটিও।
সেই দেশের খেলাধুলা জগতের দুই সর্বাধিক জনপ্রিয় ব্যক্তিত্ব মাশরাফি আর সাকিব কিন্তু ফুটবলে লিওনেল মেসির বিরাট ভক্ত। আর্জেন্টিনা তাদের প্রিয় দল। ক্রিকেট চর্চার বাইরে দুজনই আন্তর্জাতিক ফুটবল ফলো করেন এবং ক্লাব ফুটবল থেকে শুরু করে মেসি যেখানেই খেলেন তার খোঁজ-খবর রাখেন। দু’জনই খুব করে চাইতেন আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হোক।
স্বপ্ন দেখতেন প্রিয় তারকা মেসির হাতেই বিশ্বকাপ। সে স্বপ্ন পূরণ হয়েছে এবার। মাশরাফি আর সাকিবের প্রিয় ফুটবলার মেসির হাতেই উঠেছে এবারের বিশ্বকাপ। প্রিয় দল ও প্রিয় তারকার এ অসামান্য প্রাপ্তি, অর্জন ও বিশাল কৃতিত্ব দেখে মাশরাফি আর সাকিব উদ্বেলিত, পুলকিত।
১৮ ডিসেম্বর মেসির হাতে বিশ্বকাপ শোভিত হবার আনন্দে বিভোর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দুই বড় তারা উল্লাসে ফেটে পড়েন। আনন্দের আতিশয্যে তারা ঘর ছেড়ে বাইরে চলে আসেন।
মাশরাফি তো আর্জেন্টিনার বিজয়ে আবেগ, উচ্ছ্বাসে বাসা থেকে বের হয়ে ঢোল বাজাতে শুরু করেন। রাস্তায় তার সেই আবেগ, উচ্ছ্বাস আর উল্লাসে ঢোল বাজানো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
একইভাবে সাকিবও চট্টগ্রামে টেস্ট শেষে বিকেলে রাজধানীতে ফিরে মাঝ রাতে গাড়িতে চেপে আর্জেন্টাইন সাপোর্টারদের বিজয় মিছিলে শরিক হন। আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর সাকিব হাসিমুখে গাড়ি চালাচ্ছেন, সে ছবিও ফেসবুকে আলোড়ন তুলেছে।
এদিকে গতকাল মঙ্গলবার সাকিব আবারও মেসি ভক্তের বড় নিদর্শন দেখালেন। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলনে সবাই যখন জাতীয় দলের প্র্যাকটিসের জার্সি গায়ে চাপিয়ে আসলেন, সেখানে অধিনায়ক সাকিব আল অনুশীলনে নামেন আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি পরে।
সতীর্থদের সঙ্গে শেরে বাংলায় কিছুক্ষণ ফুটবল খেলে অনুশীলন করেন সাকিব আল হাসান। এ সময়ই শরীরে মেসির ১০ নম্বর জার্সিটি ছাপিয়ে নেন তিনি। এ সময় মুশফিক, লিটন, সোহানদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নেন। এমনকি মেসির মত পেনাল্টি শট নিতেও দেখা যায় তাকে। বড় তারকা ও দর্শক নন্দিত সাকিব দেখালেন, তিনিও কম মেসিপ্রেমি নন। প্রিয় ফুটবলার ও প্রিয় দল তার কাছে অনেক বড়।
তবে, ফুটবল খেলার বাইরে অনুশীলনের অন্য কার্যক্রমে সাকিবকে জাতীয় দলের প্র্যাকটিস জার্সি গায়েই দেখা গেছে আজ মিরপুরে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com