রংপুরের গঙ্গাচড়ায় ফের তিস্তার ভাঙন দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে ঈদগাহ মাঠ। গত বুধবার থেকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের ইচলী গ্রামে নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়েছে। জানা যায়, মাস কয়েক আগে অব্যহত ভাঙনে তিস্তা মূল ¯্রােতধারা ছাড়াও আরও দুইটি ধারায় নতুন গতিপথে প্রবাহিত হচ্ছে। এর ফলে ভাঙন হুমকিতে পরেছিলো শেখ হাসিনা তিস্তা সেতুর রংপুর-কাকিনা সংযোগ সড়ক। স্থানীয়রা জানায়, ভাদ্র মাসে সাধারণত নদী শান্ত থাকে। কিন্তু হঠাৎ করে পানি বাড়ায় ফসলি জমি সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙে নদীর পেটে চলে যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, নদীর ভাঙন এসে ঠেকেছে ইচলী ঈদগাহের প্রাচীরে। যেকোন সময় তা বিলীন হতে পারে। ওই এলাকায় আব্দুর রাজ্জাক বলেন, এবারের বন্যা ও ভাঙনে ফসলি জমি, পুকুর, রাস্তা-ঘাটসহ ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, এর আগে শংকরদহ এলাকার একটি হাফিজিয়া মাদ্রাসা ও একটি মসজিদ ভেঙে গেছে। লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লা আল হাদী বলেন, এই ইউনিয়নের পূর্ব ইচলী, পশ্চিম ইচলীসহ কয়েকটি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লী এই ঈদগাহে নামাজ আদায় করে। ভাঙনের কবল থেকে ঈদগাহ রক্ষা করার জন্য স্থানীয়ভাবে কিছু বস্তা ফেলা হয়েছে। তবে তা যথেষ্ট নয়। তিনি অভিযোগ করে বলেন, ভাঙন থেকে রক্ষার জন্য সংশ্লিষ্ট একাধিক দপ্তরকে জানানো হলেও বাজেটের সীমাবদ্ধতা দেখিয়ে সবাই পাশ কাটিয়ে যায়।