বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

রৌমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ন প্রকল্প, রৌমরী থানা, সোনাভরি উচ্চ বিদ্যালয় ও রৌমারী ভূমি অফিস, আমার বাড়ি আমার খামার, ডিজিটাল সেন্টার পরিদর্শন শেষে বন্দবেড় ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিবাহ নিবন্ধন, মসজিদের ইমাম, মন্দিরের প্রহিত, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইউপি চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জঙ্গিবাদ সন্ত্রাস বিরোধী,সচেতনতা বৃদ্ধি, ইভটিজিং বন্ধ, মাদককে না, বাল্যবিবাহ প্রতিরোধ, মানসম্মত শিক্ষা সম্পর্কিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ কুড়িগ্রাম এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বন্দবেড় ইউপির আয়োজনে ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, উপজেলা নির্বাহী অফিসার পূবন আখতার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, সহকারি কমিশনার ভূমি এ.বি.এম.সারোয়ার রাব্বী, বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান এস এম রেজাউল ইসলাম, রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মুক্তার হোসেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বন্দবেড় আ‘লীগের সাধারন সম্পাদক আবু বকর, বন্দবেড় ইউপি সচিব আমিনুল ইসলাম, সজীব খান প্রমুখ। জেলা প্রশাসক তার বক্তব্যে দক্ষ জনশক্তি তৈরী করার লক্ষে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উপর গুরুত্বারোপ করেন। মানসম্মত শিক্ষা প্রদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রতি আহবান জানান। রৌমারী রাজিবপুর ভৌগলিক অবস্থা বিবেচনা করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্টমর্টেম স্থাপনের প্রতিশ্রুতি প্রদান করেন। পরি শেষে রৌমারী উপজেলার উন্নয়নের সার্বিক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন তিনি। পরে সোনাভরী উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষক, শিক্ষার্থীর সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং বিদ্যালয়ের নানা সমস্যা সমাধানের আশ্বাস দেন। সভায় ইউপি সদস্যসহ অনেকেই বক্তব্যে নবাগত জেলা প্রশাসকের নিকট ফসলি জমি নষ্ট করে অবৈধ ড্রেজার ও বেকু দিয়ে মাটি উত্তোলন বন্ধের জোর দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com