নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ২৩ টি স্থানে মোট ষোল হাজার মাস্ক ও সচেতনতামূলক দশ হাজার লিফলেট বিতরন করা হয়। নেত্রকোনা জেলা প্রশাসন এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা জেলায় একযোগে সকাল ১১ ঘটিকায় (০১ লক্ষ)মাস্ক বিতরন কার্যক্রমের অংশ হিসেবে পূর্বধলায় এ মাক্স বিতরণ করা হয়। এসব মাক্স, লিফলেট, বিভিন্ন দোকানপাটের লোকজনসহ পথচারীদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া ৩টি মসজিদে মাক্স বিতরন করা হয়। পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম এর নেতৃত্বে মাক্স বিতরণ কার্যক্রমের অংশগ্রহণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোহাম্মদ নিজাম উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রেসের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এসময় উপজেলা নির্বাহি অফিসার উম্মে কুলসুম জানান, এমাসে আরো তিন হাজার মাক্স বিতরণ করা হবে।এর আগে ৭০০০ মাক্স সহ করোনা মোকাবেলায় অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।।পূর্বধলা বড় বাজারের ৭৮৬ দোকানে মাক্স নাই তো বাজার নাই, মাক্স নাই তো কেনাকাটা নাই, লেখায় পোস্টার টানানো হয়েছে।