হেরেও সন্তুষ্ট সাকিব আল হাসান। দলের ক্রিকেটারদের লড়াকু মনোবল এবং সম্মিলিত প্রচেষ্টায় মুগ্ধ অধিনায়ক। বলেছেন ম্যাচ হারলেও ইতিবাচকতা নিয়ে মাঠ ছাড়ছে বাংলাদেশ। ভারতকে কাঁপিয়ে দেয়াকেই অর্জন বলছেন তিনি, যদিও তার কণ্ঠেও ছিল আক্ষেপের সুর। সংবাদ সম্মেলনে একটা উইকেটের হাহাকার ছিল সাকিবের মুখে। গতকাল রোববার ভারতের বিপক্ষে আশা দেখিয়েও হতাশায় পুড়েছে বাংলাদেশ। জয়ের খুব কাছে গিয়েও মেনে নিতে হয়েছে পরাজয়। ১৪৫ রানের লক্ষ্যে ৭৪ রানেই ৭ উইকেট হারানোর পরও শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় নিয়েই মাঠ ছেড়েছে সফরকারীরা। এর আগে চট্টগ্রাম টেস্টেও জয় পেয়েছিল ভারত দল। ফলে সিরিজটাও জিতে নিয়েছে তারা। মিরপুরে এমন হারের পর সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। সেখানে তিনি দাবি করেন, দল হার থেকেও ইতিবাচক কিছু পেয়েছে। সাকিব বলেন, ‘দলের মানসিকতা আমাকে সন্তুষ্ট করেছে। আশা করি, পরের বছর টেস্টে আমরা ভালো ফলাফল করব।’
এই সময় সাকিবের কণ্ঠে ছিল একটা উইকেটের আক্ষেপ। তিনি বলেন, ‘মিরপুরে জয়ের সুযোগ আছে, তা আমরা জানতাম। তবে দারুণ একটা টেস্ট দেখা গেল। দর্শকরা এমন ম্যাচই দেখতে চায়। দুই দলই ভালো ক্রিকেট খেলেছে৷ আমাদের ৭০ রান ডিফেন্স করতে হতো। শুধু একটা উইকেট প্রয়োজন ছিল। অনেক যদি বা কিন্তু হয়তো বলা যাবে, তবে ক্রিকেটাররা যেভাবে লড়াই করেছে, তাতে আমি গর্বিত।’ এই সময় নিজেকে নিয়েও কথা বলেন সাকিব আল হাসান। কথা বলেন প্রথম ম্যাচে তার বোলিং করতে না পারার বিষয় নিয়ে। চট্টগ্রামের সেই টেস্টের প্রথম ইনিংসে ১২ ওভার বল করলেও, বল হাতে দ্বিতীয় ইনিংসে দেখা যায়নি তাকে। তবে ঢাকায় সাকিবকে পুরোদমে বল করতে দেখা যায়। এই সম্পর্কে সাকিব বলেন, ‘দুর্ভাগ্যবশত প্রথম টেস্টে আমি বোলিং করতে পারিনি। তবে এখানে ভালো বোলিং করতে পেরে খুশি।’